শ্রাবনের ধারা নামছে বলে
বৃষ্টি ভেজা এই সকালে;
তাকিয়ে আছি বাহির পানে
আবছা  ছায়া, আকাশ তলে।


অপূর্ব ওই দৃশ্য রাজি
সবুজ ময় এমন সাজি
দেখতে চাই নয়ন ভরে
আমরা সবাই এতেই রাজি।


নবীন সূর্য উঁকি মারে
মেঘের ফাঁকে বারে বারে;
আলো ছায়ার এমন খেলা
দেখছি বসে ঘরের দ্বারে।


জল থৈ থৈ ডোবা নালা
হাঁসের দল করছে খেলা;
এমনি করেই কেটে যাবে
আমাদের এই সকাল বেলা।


২৪ শে শ্রাবণ, ১৪২৯,
ইং ১০/০৮/২০২২,
বুধবার বেলা ১১:০৬। ১৭৭০, ১৪/০৮/২০২২।