শুনে কুহর, গোনে প্রহর,
বিপদ কতখানি;
বিজ্ঞ মানুষ বুঝতে পারে
শুনেই সেই ধ্বনি।


দেশের আচার দেশের বিচার
দেশের সকল কথা;
প্রকাশ করে নিজের সুরে
দায়িত্ব প্রাপ্ত মাথা।


সত্য মিথ্যা আর ভুল ভ্রান্তি
বুঝতে পারলে তিনি;
দেশের স্বার্থ দেশের সম্মান
হয়না কভু হানি।


যদি অনভিজ্ঞ, অশিক্ষিত মানুষ
দায়িত্বে থেকে যায়;
দুঃখের সীমা থাকবে না আর
দেশ জাতির মাথায়।


কেউ ভাবে তার ব্যক্তি স্বার্থে
এইতো আছি বেশ;
লাফিয়ে বিপদ এলে পরেই
সকল হবে শেষ।


পরের কষ্টে ছিলে না যখন
তোমার কষ্টে তাই;
থাকবেনা কেউ তোমার পাশে
জীবনের সত্য এটাই।


সবাই মিলে থাকতে পারলে
রইবেনা আর ভয়;
সকল বাঁধা, সকল বিপদ,
করতে পারবে জয়।


মিথ্যা দিয়ে, মিথ্যা নিয়ে,
করলে ছলচাতুরি আর;
শাস্তি তোমায় পেতেই হবে
মিলবে ঘরের বার।


১২ ই  ভাদ্র, ১৪২৯,
ইং ২৯/০৮/২০২২,
সোমবার বেলা ১০:৩২।  ১৭৯৪, ১৩/০৯/২০২২।