প্রদীপ জ্বালিয়ে আঁধার তাড়িয়ে
লাভ হবে না তো কিছু;
ঐ চেতনার আলো অন্তরে জ্বেলে
ছোট জ্ঞানের পিছু পিছু।


ত্রিফলা জ্বালিয়ে দুয়ারের রেশন দিয়ে
আজ সমাজ আঁধার হলো;
গরু, বালি, চাকরি, কয়লা, রেশন চুরি
সমাজে কাঁপন ধরিয়ে দিল।


জাগো বাঙালি জাগো আর বার
ওই দৃষ্টি সজাগ রেখে;
শাসনের নামে ওই ওদের কুশাসনে
রেখো না নিজেরে বেঁধে।


২৪ শে কার্তিক,১৪৩০,
ইং ১১/১১/২০২৩,
শনিবার বেলা ১১:৪২। ২১৮৬, ১৯/২৩৩, ১৩/১১/২০২৩।