ধনির হাতের ধনটা যদি
কেড়ে নেওয়া যায়;
শোষণের চাকা বন্ধ হবে
থাকবে না আর দায়।


দেশের সম্পদ জনগণের
চাই সুষম বন্টন;
তার জন্য চাই আমাদের
সুনির্দিষ্ট নির্ঘন্টন।


শ্রমিক ছাড়া বোঝেনা কেউ
ওই শ্রমিকের মর্ম;
দেশ শাসনে শ্রমিকের প্রয়োজন
সেটাই সঠিক ধর্ম।


অবশ্যই সচেতন হতে হবে
গরিব মানুষ যারা;
ধনীরা যদি প্রতিনিধি হয়
দেখবে তাদের স্বার্থ তারা।


বৈষম্য থেকে মুক্তি পেতে
শ্রমিক তুমি জাগো;
কর্মের দায় কর্মীরাই নেয়
সঠিক প্রতিনিধিত্ব মাগো।


১৫ই ফাল্গুন,১৪২৯,
ইং ২৮/০২/২০২৩,
মঙ্গলবার বেলা১২:০৫। ১৯৩৫, ০৩/০৩/২০২৩।