চারিদিকে শুধুই হিংসে হানাহানি
          সুস্থ কেহ তো নাই;
ক্ষমতার লোভ, অর্থের কোপ
        বলতো কোথায় যাই?


ন্যায় করে অন্যায়ের ওকালতি
         শিক্ষার মূল্য কোথায়?
স্কুল কলেজ ওই ধ্বংসের মুখে
          বিবেক মরছে ব্যথায়।


সেই মানবতাবোধ হারায়ে মানুষ
          বন্য হয়েছে আজ;
আর নির্মম দেখি শাসক শোষক
          চলছে এ কোন রাজ?


সংবেদনশীল সেই মনের আবেগ
         পাইনা খুঁজে আর;
হারিয়েছে চেতনার ললিত কলা
           কোথায় মূল্য তার?


আর যুদ্ধং দেহি মনোভাব নিয়ে
           করছে সবাই কাজ;
জ্ঞান-বিজ্ঞান আজ পথের ভিখারি
           নাই মানুষের লাজ।


২৫শে, জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ০৯/০৬/২০২৩,
শুক্রবার সকাল ৮:৩৬। ২০৩৫, ১১/০৬/২০২৩।