আমার শিকড় ওই বাহাদুরপুর
বড় হয়েছি বট গাছের তলায়;
কভু শিকড়ের টান যায় না ভোলা
স্মৃতি আজও সতত জ্বালায়।


আজ বেশি করে পড়ে মনে
এই অবসরকালীন সময়;
শৈশব কৈশোর খানিক যৌবন
সেই আবেগে দোলায়।


অতীত সে হোক না যতই দূরে
স্মৃতি থাকে অন্তপুরে;
শয়নে স্বপনে আর বারে বারে
ভাসে চোখে পুনঃঘুরে।


জন্মস্থান ওই সেই মন্দিরের মত
ধ্যান সাধনায় হয় জাগ্রত
শেষ জীবনে ওই অতীতের সব
স্মরণ করাই জীবনের ব্রত।


৩০ শে কার্তিক,২৪৩০
ইং ১৭/১১/২০২৩,
শুক্রবার দুপুর ১:১৬। ২১৯৫,১৯/২৪৭, ২২/১১/২০২৩।