শাশ্বত প্রকৃতি  দেখায় পথ
শেখায় হাতে ধরে;
জীবন নয় সহজ হেলাফেলার
বুঝবে কি মৃত্যুর পরে?


চেতনায় জাগো অচেতন থেকে
এই দেখো চারিদিকে;
কী সুন্দর, অপূর্ব এই প্রকৃতি
হেলায় হারিও না তাকে।


লোভ মোহজালে ঘিরবে তোমায়
রাখবে বেঁধে ঐ অন্ধকার;
আলোর দিশা পাবে না কোথাও
যন্ত্রণায় করবে ধড়ফর।


তাই হও মুক্ত সত্যের মতে
পাবে সেই আলোর পথ;
আর মোহ মায়া সকল ত্যাজি
চালাও জীবন যুদ্ধের রথ।


প্রকৃতিই তোমায় বলে দেবে
আলোময় সত্য পথের দিশা;
ফলে সকল  বাঁধা কেটে যাবে
আলোয় ভরবে পথের নিশা।


৫ই আষাঢ়,১৪৩০,
ইং  ২১/০৬/২০২৩,
বুধবার বিকেল  ৫:২১। ২০৬৬, ১২/০৭/২০২৩।