মানব চেতনায় উদ্বুদ্ধ হয়ে
হয় না বিবেকহীন যাঁরা
চেতনার আলোয় পথ চলে
ওই সত্যের প্রতীক তাঁরা।


ভাবছো হয়তো অনেক কিছু
হয় কি তোমার মাথা নিচু?
যেমন খুশি করতে পারো
গায়ের জোরে মারো ধরো।


সহ্যের সীমা একটা আছে
জিজ্ঞেস করো নিজের কাছে।
প্রাণের কথা মনের ব্যথা
কথায় কথায় আসে সেটা।


পারবে না যাহা করতে চাও
যদি নিজে নেচে পরকে নাচাও।
তখন বুঝতে পারবে কত কষ্ট
কেমন স্রষ্টা কেমন সৃষ্ট।


চেতনাই ওই শ্রেষ্ঠ মত
আলোকিত করে চলার পথ।
সকল বাঁধা যাবে দূরে
দেখতে পাবে বিশ্বজুড়ে।


ঐ যে ঘটনাটা ঘটার নয়
দেখে তুমি পাবে ভয়।
স্বপ্নের ভাবনা বাস্তব হবে
যা ছিলনা ঘটার তাই ঘটবে।


২৮ শে ফাল্গুন,১৪২৯,
ইং ২৮/০৩/২০২৩,
সোমবার সন্ধ্যা ৬:২০। ১৯৪৭, ১৫/০৩/২০২৩।