অতীতের দার্শনিকরা ছিলেন সত্যের সাধক
দেখিয়েছে পথের দিশা করেনাই ভোগ।
সনাতন ভাবনায় ছড়িয়ে সেই বাণী
অসত্যের দড়ি ধরে করি টানাটানি।


ছড়িয়ে ছিটিয়ে ব্যক্তিস্বার্থ আর ব্যক্তিভোগ
মানুষের মাঝে দেখি আজ সেই রোগ।
ক্ষয়রোগ কর্কটরোগ মিলেমিশে দুই
পালাবার পথ নাই কে কারে ছুঁই?


এক থেকে একান্তরে ছড়ায় যে তাহা
দ্রুতগতি সংক্রমণের দেখি আমরা যাহা।
চেতনার আলো সব নিভে গেছে বুঝি
তাই আলোচনায় উঠে আসে সেই সূচী।


মঙ্গল কামনায় আজও ভাবে কিছু লোক
রাত জেগে লেখনীতে করে সেই শোক।
চেতনার আলো কোথা? আঁধারেতে ঢাকা
সত্য মিথ্যা সর্বাঙ্গ আমরা যে মাখা।


চেতনার বহ্নিশিখা জ্বলুক মানুষের অন্তরে
একদিন ছড়াবে তাহা মন্তরে মন্তরে।
ওই সত্যের হবে জয় মিথ্যারে ঠেলে
মন্দরে ছেড়ে যদি ভালো হেথা মেলে।


২৪ শে চৈত্র, ১৪২৯,
ইং  ০৮/০৪/২০২৩,
শনিবার রাত ১০:৫২। ১৯৭২, ০৯/০৪/২০২৩।