সত্য চলে ধীরে ধীরে
মিথ্যা চলে তরা;
আপন পরের পার্থক্যটা
ক্রমেই পড়ে ধরা।


চিত্ত চেতন বলবে সত্য
মিথ্যার নাই ঠাঁই;
ধীরে ধীরে সকল প্রমাণ
আমরা হেথা পাই।


কালের গতি বোঝার মতি
আমাদের তো নাই;
আজ আমরা ভাবছি যাহা
কাল হবেনা তাই।


এই প্রকৃতিকে বঞ্চনার ফল
পেতেই সবার হবে;
নিজের কর্মফল থেকে মুক্তি
কে পেয়েছে কবে?


ন্যায়ের পথে আনন্দ বেশি
মিথ্যার পথে দুঃখ;
পার্থক্য করা বড়ই কঠিন
সত্যের বিচার সূক্ষ্ম।


২৬ শে আশ্বিন, ১৪৩০,
ইং ১৪/১০/২০২৩,
শনিবার রাত ১০:৪৩। ২১৫৮, ২৯/১৫৮, ১৫/১০/২০২৩।