সত্য থাকবে সত্যের কাছে
গল্পের কাছে নয়;
আঙ্গুল ফুলে কলাগাছ হলে
সেটাই বড় ভয়।


কুঁড়ে ঘর রাজপ্রাসাদ হয়
আরব্য রজনীর গল্প;
মনের ভিতর নানান প্রশ্ন
উঠবেই উঠবে অল্প।


প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে
কেঁচোর জায়গায় সাপ;
অবাক হয়ে ঐ বলছে সবাই
কে বলবে কার পাপ?


পাপের বোঝা বইতে হবে
আঁধার ঘরে গিয়ে;
উপায় নাই আর যে কারো
মিথ্যা ভাষণ দিয়ে।


মানুষের ক্ষতি করলে পরে
শাস্তি তো পেতেই হবে
ফাঁসির দড়ি বা জেলহাজতে
মুক্তি তুমি কেমনে পাবে?


১৮ই ফাল্গুন, ১৪২৯,
ইং ০৩/০৩/২০২৩,
শুক্রবার বিকেল ৬ :১১। ১৯৩৬, ০৪/০৩/২০২৩।