সত্য এবং সরলতার
নাই কোন খরচ
জাকজমক ও মিথ্যার
থাকে অনেক গরজ।


মিথ্যাচারে মেতে দেখো
ছোটায় সবাই ঘোড়া;
সত্যের সাথে মনুষ্যত্ব
সদাই থাকে জোড়া।


আগুন তাপের উৎস
শীতল করে জল;
ওই সৎ ভাবনা-চিন্তা
ঐ জ্ঞানীর কর্মফল।


চিনতে হবে সৎ অসৎ
এবং তাদের খেলা;
এই জীবন সমুদ্রে
ভাসাও শক্ত ভেলা।


হঠাৎ পড়লে আলো
চোখ ঝলসে যায়;
আলোর মধ্যে থাকলে
চোখের তৃপ্তি হয়।


১০ই ভাদ্র, ১৪২৯,
ইং ২৭/০৮/২০২২
শনিবার বেলা ১১:২৪। ১৭৮২, ২৮/০৮/২০২২।