সত্য পারের কড়ি,
     জীবন সাগরের কুলে;
সত্য ছড়াক হেথা,
       সব মিথ্যাকে ভুলে।


সত্য মিথ্যার এ লড়াই,
     আমাদের লড়তেই হবে;
সত্য বিনা পারাপারে,
     মিথ্যার তরী ডুবে যাবে।


অনন্য অনুভূতি-
       হেথা দিলে তুমি কবি;
মিথ্যাকে ছেড়ে সবে,
      হাতে নিক সত্যের ছবি।


দুঃখের পাষান ভার,
          রবে না তো আর;
মুক্তবিহঙ্গ উড়ে যাবে,
          নীল আকাশে তাঁর।
১৮ই শ্রাবণ, ১৪২৪,
ইং ০৪/০৮/২০১৭,
শুক্রবার সকাল ১১টা।