আমরা সবাই খুঁজি সত্য সুন্দর
তবু পাই  না কেন সেই পুরন্দর?
বুঝি কোথায় যেন ঘাটতি থাকে
যেমন পেয়েও আমরা হারাই মাকে।


আমরা্ ক্ষুদ্র স্বার্থে থাকি ব্যস্ত
বুঝিনা কিবা মিথ্যা কিবা সত্য;
জ্ঞানের আলো পৌঁছায় না তো
কি গ্রহণীয় আর কি বা ব্রাত্য।


বৃদ্ধবয়সে বোঝা মাথায় চাপে
থাকতে সময় করি নাই কিছু;
সব হারিয়ে এসে এই অসময়ে
ছুটতে চাই কেন সত্যের পিছু?


ওই যে ভুল করেছি আমরা
আর নবীনরা যদি তাহাই করে;
সংশোধনের পথ ক্রমেই যাবে দূরে
ওরা পারবে না দাঁড়াতে ঘুরে।


হবে ভুলের মাশুল ভুলেই শেষ
পাবেনা ওই নবীনরা নতুন বেশ;
প্রবীনদের মতই রেখে যেতে হবে
সেই চেনা পরিচিত পুরাতন রেশ।


২৩ শে মাঘ,১৪২৯,
ইং  ০৭/০২/২০২৩
মঙ্গলবার বেলা ১০:৫২। ১৯২১, ১৭/০২/২০২৩।