শাশ্বত সেই সনাতন ভাবনা
ভুলে যাই আমরা তবু;
দিনের আলোতে আঁধার নামে
ভেবেছি কি মোরা কভু?


ব্যক্তি মত, প্রকৃতির পথ
আকাশ পাতাল প্রভেদ;
ব্যক্তিকে নিয়ে করি টানাটানি
সত্যিই কি তারা সফেদ?


যদি সত্যিই তাহা হতো
হিংসা মুছে যেত;
শান্তির আবহে বাঁচিতাম আমরা
আনন্দে থাকিতাম রত।


এসেও আসেনা চেতনা কাহারো
নয়নে ঝরেনা জল;
আমরা কি সবাই পাথর হয়েছি
ওদের তৈরি কল?


মুক্তি চাই ওই মুক্ত  আকাশে
উড়িব পাখির মত;
মেলিবো ডানা অনন্তের পানে
এলেও বাঁধা শত।


১৫ ই শ্রাবণ, ১৪২৯,
ই ০১/০৮/২০২২,
সোমবার সকাল ৮:৩৬। ১৭৬৬,  ১০/০৮/২০২২।