শান্তি সুধা কোথায় আছে?
           জান কি তা কেউ?
হিয়ার মাঝে ভালবাসায়,
           উঠছে আজি ঢেউ।


ঢেউ এর তালে দুলেদুলে,
         হংসমিথুন খেলা করে।
পদ্মপুকুর আপন করে,
       বুকের মাঝে রাখছে ধরে।


প্রভাতের ঐ রবির আলো,
        প্রকৃতিকে বাসছে ভাল;
অপরূপে সাজায় তারে,
       বাঁধবে বলে আপন করে।


শিশির ভেজা ঘাসের পরে,
রবির ছোঁয়ায় মুক্তা ঝরে।
        এমন মালা কে দেবে আর,
            নিত্যদিনে বধূর গলে।
হৃদয় যারে-উজার করে দিতে পারে,
সেই পারে বিলিয়ে দিতে এমন করে।


৯ই শ্রাবণ, ১৪২৪,
ইং ২৬/০৭/২০১৭,
বুধবার, বিকেল ৪টা।