দামি গাড়ি দামি বাড়ি এবং বিয়ে
জন্মের পরে চলি আমরা তাই নিয়ে।
পশুর মত শুধুই আমরা খেটেই যাই
সুখের নাগাল সত্যিই কি আমরা পাই?


কারো একটা কিংবা দুটো সন্তান
ভাবনায় থাকি যেন আমি মস্তান।
চাওয়া পাওয়ার নাই কোন সীমানা
যতই পাই ততই চাই নাই রে মানা।


এক জীবনে বলোতো ভাই কত লাগে
সকাল থেকে রাত্রি ভোর শুধুই জেগে।
নেশার ঘোরে চলি আমরা ওই বিপথে
চাওয়া পাওয়ার সুর বেঁধে  নিজের সাথে।


ভেবেছো কি কত শতাংশ আমার আয়ের
নিজের ব্যক্তি স্বার্থে জীবদ্দশায় খরচ করি?
আয়ের সিংহভাগটাই অন্যদেরকে দিচ্ছি ধরি
নিজের সুখ শান্তি রাখি ধরে ওই শিকায় তুলি।


আমরা জানি জন্মের পরে মৃত্যু আসবে
আমার যাহা কিছু সবই তো থাকবে পরে।
এই জগত ছেড়ে একা একা যাব চলে
সেই পরম ঠাঁই শ্মশান কিংবা কবর তলে।


জেনেশুনে তবুও তো বুকে নিয়ে কত আশা
স্বাভাবিক থেকে অস্বাভাবিকে তাইতো ভাসা।
আর চাপের জ্বালায় আসে অসুখ-বিসুখ
সেই ব্যথাতেই হয় আমাদের বিবর্ণ মুখ।


অস্বাভাবিকতা তোমার ব্যথা বুঝবে না কেউ
চলবে বাকিদের এই জীবনে স্বাভাবিক ঢেউ।
তবে তুমি কেন একা একা শুধু কষ্ট পাবে?
অতিরিক্তের নাই প্রয়োজন সেই টুকুই তুমি লবে।


কষ্ট করে বেশি নেবে, আবার বেশির জন্য কষ্ট হবে
তাই অর্জিত সম্পদ সমান সমান থাকলে পরে
তুমি দুঃখ ঠেলে সেই শান্তির সন্ধান তবেই পাবে
যদি অতিরিক্তকে ঠেলতে পারো না না না বলে।


৩০শে ফাল্গুন,১৪২৯,
ইং ১৫/০৩/২০২৩,
বুধবার রাত ১০:৪৩। ১৯৫০, ১৮/০৩/২০২৩।