সংঘ সুখ আমরা পাই
ভালো-মন্দ শুধুই তাই।
ভালোর সাথে ভালো চলে
মন্দে মিশলে মন্দ বলে।


ব্যক্তি পছন্দ ব্যক্তি ছন্দ
ব্যক্তি বুকে ব্যক্তি স্পন্দ।
এটাই ছন্দ, এটাই ধারা,
বলতে পার তাঁরা কারা?


ভালোর কথা কেউ শোনে না
হিত উপদেশ কেউ মানে না।
ব্যক্তি স্বার্থে গায়ের জোরে
ওই নির্দেশিত পথে ঘোরে।


সব দেখলে পরে চারিদিকে
প্রভাত আলো হয় যে ফিকে।
দিশেহারায় এই মানুষের মন
থাকেনা পার্থক্য সমাজ ও বন।


ভাবি, বলি, খারাপ দেখে
শাসক দেখে মানুষ শেখে।
গুনির কথা কয়জন মানে
থাকে তাহা শুধুই গানে।


নেশা দিয়ে মানুষ ভুলায়
ফাঁসির দড়ি গলায় ঝুলায়।
এইতো শাসন এইতো শোষণ
এটাই অচেতনের অন্তর ভূষণ।


৪ঠা শ্রাবণ, ১৪২৯,
ইং ২১/০৭/২০২২,
বৃহস্পতিবার বেলা ১১:৩৩। ১৭৫৩, ২৮/০৭/২০২২।