কোন্ ধর্মমত করবে কাজ
এই ভূকম্পনের কাছে?
তুরস্ক আর সিরিয়াকে দেখো
দেখো সবাই একসাথে।


এরপরেও কি হিংসা দ্বেষে
মরবো আমরা সবাই?
ভাবো বন্ধু, ভাবো তোমরা
মনের কথাই ভাবাই।


মানুষের পাশে মানুষ থাকে
ঈশ্বর আল্লাহ নয়;
তবু কেন এতো গোড়ামি
পাবে ধর্মমতের ভয়?


কোন চেতনায় জাগবে মানুষ
কোন আঘাত প্রয়োজন;
করোনা গেল, ভূকম্পন এলো,
এ কেমন বিস্মরণ?


খুললে দুয়ার হৃদয় তোমার
পড়বে আলো এসে;
তবেই আঁধার যাবে কেটে
ওই চেতনায় ভেসে।


হউক সমান আপন পর
দূরত্ব যাক ঘুচে;
আর ধর্মমতের সকল বিভেদ
যাবেই যাবে মুছে।


আমরা মানুষ মানুষের পাশে
থাকবো চিরকাল;
জীবন দিয়ে জীবন বাঁচাবো
দেশ করবে ঝলমল।


২৩ শে মাঘ, ১৪২৮,
ইং  ০৭/০২/২০২৩,
মঙ্গলবার বেলা ৪:০৪। ১৯১৩, ০৯/০২/২০২৩।