সময় কোথায় পাবে,
অভিষ্টে পৌছাতে হবে।
          দেরি করা চলবেনা আর;
প্রেম, বন্ধুত্ব,ভালবাসা,
পড়ে রবে সব আশা,
          সময় পাওয়া বড় ভার।


আনুরাধা, বাঁশরির সুরে সাধা,
কে দেবে- তোমায় বাধা?
            কার আছে এমন জোর;
মন্ত্র মুগ্ধ আমরা সবে,
যা্বো কোথা? এই ভবে,
        আঁধার শেষে কবে হবে ভোর?


জীবনের খেলা শেষে,
অভিষ্টে সবাই মেশে,
           উঠিবে আনন্দের ঢেউ;
মিলন মেলাতে এসে,
আনন্দে সবাই ভাসে,
          অতৃপ্ত রবেনা তো কেউ।