জ্ঞানীদের ওই জ্ঞান সীমানা
               ও যে অনন্ত তার পথ;
মূর্খের জ্ঞান পাঁচিল ঘেরা
             এটাই জ্ঞানীগুণীর মত।


জ্ঞান সাগরে ডুবলে পরে
            তখন বুঝতে পারে সবাই;
ওই কেউ বা খায় হাবুডুবু
              কেউ আনন্দে পায় ঠাঁই।


সমস্যা থেকে পালিয়ে গিয়ে
                 হয় না কোন সমাধান;
জিততে গেলে কঠিন লড়াই
                 এবং লড়তে হবে রণ।


ওই প্রতিদ্বন্দ্বিতা সম্মুখ যুদ্ধ
               এ যুদ্ধ লড়তে হয় নৃত্য;
সংসারের যুদ্ধ, মনের যুদ্ধ,
               সমস্যাটাই আসল সত্য।
              
জীবন থাকবে সমস্যা থাকবে
     থাকবে সাথে ঐ প্রতিদ্বন্দ্বিতা;
যেন দেহের সাথে মনের লড়াই    
        কর তৈরি সেই মানসিকতা।
    
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ১৫/০৬/২০২৩,
বৃহস্পতিবার সকাল ৮:২৭। ২০৪০, ১৬/০৬/২০২৩।