সকাল হলেই বিকেল হবে।
অবাক বিস্ময় তাই;
জন্মে সুখ, আনন্দ আনে
মৃত্যুতে ভয় পাই।


এড়ানো কঠিন শাশ্বত নিয়ম
জন্ম মৃত্যু বাধা;
মানতে বাধ্য আমরা সবাই
হইনা কেন রাধা।


অন্তর আত্মা শুকিয়ে যায়
ভাবলে ছাড়ার কথা;
আপনজনেরা হেথায় রবে
নিয়ে বুকে ব্যথা।


হায়রে জীবন! হায়রে মৃত্যু!
হায়রে অন্তর আত্মা!
সকাল হলেই সন্ধ্যা নামবে
দেও এ কোন বার্তা!!


৮ই চৈত্র, ১৪২৯,
ইং ১৯/০৩/২০২৩,
রবিবার বিকেল৫:০৩। -২০৪৭, ২৩/০৬/২০২৩।