নতুন সৃষ্টির চমক ,
             সাজঘরে আছে ;
সত্যকে মিথ্যা বানায়,
             জগতের কাছে ।

কালোকে সাদা করে ,
               রূপের চমক ;
সাদা যদি কালো হয়,
               লাগায় ধমক ।


অন্ধকারে আলো জ্বেলে ,
              রাত- দিন হয় ;
দিনের প্রভাব কি -
             রাতে আনা যায়?


সত্য সে তো সত্যই ,
            মিথ্যা ক্ষণিক তরে ;
জগতের সব মিথ্যা ,
               সত্য এসে ধরে ।