রাম সীতা, রাধা কৃষ্ণ,
কাব্য গাঁথার নাম;
দেখতে সুন্দর দুটো জুটি
লক্ষ্মী হলো বাম।


ছিন্ন ভিন্ন সমাজ দেখো
ধর্মে বিভেদ আনে;
যুগে যুগে অথর্ব শাসক
ওদের নামই টানে।


সুন্দর মুখ দেখে মানুষ
যদি ভুলে থাকে;
ব্যক্তি স্বার্থ পূরণ করতে
থাকুক ওরা মাথে।


ওই পাপ পূণ্য জনগনের
এই প্রশাসনের নয়;
মরুক মানুষ হাঁপিত্যেশে
থাকবে জুটির দায়।


কাব্য গাঁথা সহায় তাঁদের
মন্দির গড়ে দেয়;
কর্মসংস্থানের নাই প্রয়োজন
কমবে শাসকের ব্যয়।


ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে
নেবে অর্থ তারা;
দেশের মানুষ কষ্টে থাকবে
ছুটবে মহোৎসবের ঘোড়া।


বাহু তুলে নামে মেতে
থাকবে এই জনগণ;
এমন শান্তি কোথায় পাবে
বন্যের যেমন বন।


পেটে ক্ষুধা কপালে তিলক
আহা শান্তির তপবন;
পেয়ে এমন কে হারাতে চায়
অন্তরের এই ধন?


সাধু!! সাধু!!
শুভ দুপুর।


১২ ই ফাল্গুন, ১৪২৯,
ইং ২৫/০২/২০২৩,
শনিবার বেলা ১২:০৫। ১৯৩০, ২৬/০২/২০২৩।