সাদা কি ওই সাম্যের বাণী?
নীল আকাশে মানায় জানি।
আকাশ শেখায় উদার হতে
থাকে ভালোবাসার পরশ তাতে।


দেখেই শুধু আনন্দ পাই
চলতে গিয়ে পথ হারাই।
যদি হতে পারতাম অমনতর
দুঃখের বোঝা হতো না জড়ো।


দিলখোলা ওই হাসি হেসে
কাটিয়ে দিতাম ভালোবেসে।
পেলাম না সেই জ্ঞানের পরশ
হৃদয়টা তাই হলো না সরস।


শুধুই দুঃখের বোঝা বয়ে বয়ে
বেঁচে গাধার মতো শয়ে শয়ে।
দিনের শেষে জাবর কাটা
ভাবি মোদের কপাল ফাটা।


এলো বুঝি যাবার পালা
পরিয়ে দিয়ে গলায় মালা।
চোখের জলে ক্ষণিক তরে
থাকবো মোরা মোহের ঘোরে।


নামবে ঘরে কঠিন আঁধার
পাবেনা সময় জীবন সাধার।
তলিয়ে যাবে হারিয়ে যাবে
নির্নিমিষে অন্ধকারের অতল তলে।


১৩ ই আষাঢ়, ১৪২৯,
ইং ১৩/০৭/২০২২,
বুধবার বেলা  ১১:২৪। ১৭৫৭, ০১/০৮/২০২২।