সবাই  বাউল জীবন পথে
মনের একতারাটা নিয়ে সাথে।
ধুলি ধূসর পথের পরে
শান্তির নীড় গড়ে তোলে।


সুরের তালে ভাবের জালে
সবারেই যে জড়িয়ে ধরে।
থাকেনা আর চাওয়া পাওয়া
শুধু সুখটুকুই দেওয়া-নেওয়া।


ব্যক্তি স্বার্থ সকল ফেলে
সবার সুখে পাখা মেলে।
বাউলরে তুই গাইলি গান
শুকনো গাঙ্গে এলো বান।


ওই আবেগ ভরা মূর্ছনাতে
সবাই এসে মিলছে তাতে।
ছোট বড়র নাই ভেদাভেদ
কোথায় কোরআন কোথায় বেদ?


মানব ধর্ম সবার উপর
জাগুক চেতন এবার সবার।
সেই পথে হাঁটতে গেলে
যেতে হবে সকল ফেলে।


দুঃখ দৈন্য রবে না কিছু
হবেনা তাকাতে আর পিছু।
আলোর দিশা মিলে যাবে
জীবন পথে এমনি ভাবে।


বাউল প্রাণ বাউল মন
সংসারের এই অমূল্য ধন।
হৃদয় মাঝে তুলে রাখো
ভুলে হিংসা-দ্বেষ সুখে থাকো।


দুদিনের এই ছোট্ট জীবন
অন্তর দিয়ে করো সাধন।
হারিয়ে যাবে তলিয়ে যাবে
কেউ কোথাও রবে নারে।


৭ই ভাদ্র,১৪২৯,
ইং ২৪/০৮/২০২২
বুধবার বিকেল ৫:১২।  ১৭৯৫, ১৪/০৯/২০২২।