সবার দুঃখ তোমার দুঃখ
যদি ভাবতে পারো;
হবে সার্থক তোমার জীবন
হাত সবার ধরো।


আঘাত তুমি কারে দেবে
সে যে আপনজন;
রূপকে তুমি ভেবে দেখো
সমান সবার জীবন।


বিদ্ ধাতুতে বেদের সৃষ্টি
অবগতিই যে জ্ঞান;
ঋষি মুনির জ্ঞানের তথ্য
যাহার নাম বিজ্ঞান।


বেদ বেদান্ত জ্ঞান রাশি
সৃষ্টি কারো নয়;
এই জগতে সবই ছিল
এ সত্যের অভিনয়।


ঋষি মুনির সত্য দর্শন
যাহা অনন্তকাল আছে;
এই প্রকৃতি এবং আমরা
তাই তো আছি বেঁচে।


রামায়ণ মহাভারত পুরাণ কথা
ইতিহাস সত্য নয়;
রূপকের দ্বারা দার্শনিক তথ্য
ব্যক্তিস্বার্থে ধর্মের দায়বয়।


ওই বেদ বেদান্ত উপনিষদ
জ্ঞান কাণ্ডের নাম;
আবিষ্কারক সেই ঋষি মুনি
বিজ্ঞানের সেই ধাম।


বেদান্তের ওই মূল তথ্যগুলোর
পরিবর্তন সম্ভব নয়;
তাহা যে শাশ্বত প্রকৃতির তত্ত্ব
নয় সে কারো দায়।


জন্ম মৃত্যু আর ষড় রিপু
এই চলছে চিরন্তন;
তন্ত্র দিয়ে যায় না করা
কভু ধর্মীয় মন্ত্রণ।


ব্যক্তি মত, ব্যক্তি পথ এবং
ওই গীতার সকল বাণী;
তোরহা আবেস্তা বাইবেল কোরআন
সবই এক আমরা জানি।


২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ০৮/০৬/২০২৩,
বৃহস্পতিবার দুপুর ১২:২৩। ২০৩৩, ০৯/০৬/২০২৩।