দুঃখ ক্ষোভে জাগে রোষ
নয় এটা মানুষের দোষ।
সামাজিক এই বন্ধন মাঝে
রোষটা কেউ লাগায় কাজে।


আমরা শুধু দেখি, শিখি,
বুকের ভাষা কোথায় বুঝি?
যেমন বোঝায় তেমন শেখায়
দেয়ালে দেয়ালে তাহাই লেখায়।


ওই যুক্তিবাদের নাই ঠাঁই
হারায়ে বিবেক কি পাই?
ঝড়ের বেগে ছুটে চলি
ধ্বংস আমরা তাকেই বলি।


দিনের শেষে অস্তবেলায়
হই হতাশ রক্তের খেলায়।
জীবন দিয়ে, জীবন নিয়ে,
কে কাহার অশ্রু মোছায়?


২রা  ভাদ্র, ১৪২৯,
ইং ১৯/০৮/২০২২,
শুক্রবার বিকাল ৪:৩১। ১৭৯৬, ১৫/০৯/২০২২।