না পারে বইতে না পারে সইতে
না পারে করতে কর্ম যোগ;
এমন জীবনের আর নাই প্রয়োজন
কাঁদায় তাঁরে ঐ সেই রোগ।


এই সবল শরীর দুর্বল হলে
থাকে না দুঃখের সীমানা;
আহ্বান করে ওই মৃত্যুকে তার
সান্ত্বনায় বলে শুধু না-না-না।


সময় শেষে ওই পরাভয় এসে
আপন হৃদয় জড়িয়ে ধরে;
পাষান বোঝা লয়ে বক্ষোপরে
নয়ন তাঁহার বারেবারে ঝরে।


কত আপনজন কত ভালোবাসা
সকলি হারিয়ে যায়;
পরিশেষে ওই সীমানায় এসে
সবাই মুক্তি পায়।


দেহের ধ্বংস জীবনের ধ্বংস
আত্মার ধ্বংস নাই;
সুন্দর সেই পরম আত্মার
খোঁজটা যেনো পাই।


একে একে আমরা সবাই
অনন্তে হারিয়ে যাব;
আপনজনদের হৃদয় মাঝে
শুধুই স্মৃতি হয়ে রবো।


২৩ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৭/০৬/২০২২,
মঙ্গলবার বেলা ১১:১৫  ১৭১৫, ১৯/০৬/২০২২।


গতকাল অর্থাৎ ০৬/০৬/২০২২ তারিখে আমার মামাতো ভাই "করণ" (পশ্চিমবঙ্গ বিধানসভায় সেকশন অফিসার) পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে যাত্রা করলো। তাঁর স্মৃতির উদ্দেশ্যে কঠিন রোগ ভোগের দৃশ্যপটে এই ছোট্ট লেখা।