অনন্যতায় ভরে দিলেন
আঁধার চিত্ত মোর;
এমন বন্ধু আর পাব না
করলে শত জোর।


সৃষ্টি যদি ঈশ্বর করে
রক্ষা করবে কে?
সৃষ্টিই হবে রক্ষা কর্তা
মানুষ বলে যে।


আসবে নাকি রক্ষা করতে
গল্পের দেবদেবী?
ভয় দেখিয়ে মুনাফা লোটে
তাই ঈশ্বর সেবি।


বর্তমানের এই কলিযুগে
নাই কোন নিদর্শন;
গল্পের গরু গাছে ওঠে
বিবেকবোধে হয় নিরূপণ।


এই ধর্মের নামে হানাহানি
কে বড় আমরা জানি?
মানুষের ওই মতবাদকেই
সবাই বড় বলে মানি।


স্রষ্টায় সৃষ্টিতে বিভেদ কোথায়?
শুধুই ব্যক্তিস্বার্থে মেলে;
মাথার উপর ঝুললে খাঁড়া
হয় ভাবনা এলেবেলে।


আমার রক্ষাকর্তা তুমি বন্ধু
তোমারও যে আমি;
ওই রক্ত দিয়ে শ্রম দিয়ে
বন্ধু আমি তুমি।


২৭শে আশ্বিন,১৪৩০,
ইং ১৫/১০/২০২৩,
রবিবার দুপুর ১২:৫৯। ২১৬০,১৯/১৬৬, ১৭/১০/২০২৩।