রাজনীতিটা যখন সমাজসেবা ছিল
ছিল ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো;
মানুষকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে
বন্ধু ভেবে পরের দুঃখে হাত বাড়ানো।


সত্যযুগে ছিল মানুষের মানুষ্যত্ব
এই যুগে তা নাই
সকল শিক্ষা দীক্ষার বালাই ছেড়ে
আজ রাজনীতি অমানুষের ঠাঁই।


ভুয়ো ডিগ্রী মাথায় নিয়ে
গর্ব করে ওরা;
ধরা পরলে ছেড়ে দিতে
দুঃখ পায় না তারা।


বুক ফুলিয়ে সততার প্রতীক
মানুষকে মুখ দেখায়;
এমন মানুষ কেমনে বলো
নেবে মানুষের দায়?


ওই অমানুষরাই সমাজ ছেড়ে
নিজের ভাবনা ভাবে;
পরের ভাবনা ভাবতে গেলে
মানুষ হতে হবে।


মানুষ যখন এগিয়ে আসবে
রাজনীতিটা সেবা ভেবে;
তবেই -
দেশ বাঁচবে সমাজ বাঁচবে
সেই দিনটা আসবে কবে?


১৮ই অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ০৫-১২-২০২২,
সোমবার বিকেল ৪:২২। ১৮৫২, ১০/১২/২০২২।