রাজনীতির কন্ঠস্বর শিরশির করে ওঠে মনে
যেন কোন সরীসৃপ বুক ঘষে চলে যায় দূরে
হিস হিস শব্দ শোনায় বুক ওঠে নড়েচড়ে
ভয়ে মন কেঁপে ওঠে বুঝি ওই এল ওরা ঘুরে।


বোমা বন্দুক পিস্তলের শব্দ শুনি চারিদিকে আজ
ভাবি এই কি মনুষ্য সমাজ? এ কোন শাসকের রাজ?
পাখিরা করে না গান আগের মত ভয়ে জড়োসড়ো
তুমি কি দুর্বল বন্ধু নিতে অধিকারে কারে ভয় করো?


প্রশ্ন যখন উঠেছে মনে সবটুকু নিতে হবে বুঝে
সংহতি আসুক মনে সেই মানুষ নিতে হবে খুঁজে।
তুমি তো দুর্বল নও, নও একা এই পৃথিবীর মাঝে
দেখো চেয়ে চারিপাশে কত লোক আজও বিরাজে।


মনুষ্যবোধ আর ওই অমানবিক পশুদের আচার
তাই নিয়ে এই জীবন পথে কঠিন লড়াই বাঁচার।
সত্য পবিত্র সে পায়না ভয় চলিতে অন্ধকার পথে
তুমিতো তাহারি অঙ্গ নিতে হবে সঙ্গ সত্যের সাথে।


১৪ই শ্রাবণ,১৪৩০,
ইং ৩১/০৭/২০২৩,
সোমবার সকাল ৯টা। ২০৮৭, ১৮/২৪২, ০২/০৮/২০২৩।