মন্ত্রীর কাছে এত ধন
তবে রাজার কাছে কি?
হঠাৎ যদি  কেউ  দেখে
চোখ চড়কে উঠবেনা কি?


বাইশ কোটি, পঞ্চাশ কোটি,
একসাথে এত টাকা!
দেখো চেয়ে নিজের দিকে
তাই তোমার পকেট ফাঁকা।


রাজা মন্ত্রীর হাতের খেলা
অবাক হয়ে দেখছে চেলা।
রাখবে কোথায় এত টাকা
ভাবছি বসে রাতের বেলা।


ওদের পিছে ঝান্ডা নিয়ে
দৌড়াদৌড়ি করতে গিয়ে;
জীবন গেল কত লোকের;
মৃত্যুর পরে শ্মশানে গিয়ে
শেষ করে দেয় মালা দিয়ে
এটাই বুঝি পরম দু:খের।


মিথ্যা আশা, মিথ্যা ভরসা,
ওরা অহরহ দিয়েই যায়;
গরিবের ঘর ফাঁকা করে
নিজেদের ঘর ভরে নেয়।


আমরা বোকা বুঝবো কবে
টালির ঘর প্রাসাদ হবে?
যাহার যাহা হাতেই পেল
চেলার আশা মিলিয়ে গেল?


ঘরে বসে বুক বাজাবে
অবাক হয়ে ভাবতে হবে।
আমরা বোকা হলাম ফাঁকা
মাথায় নিয়ে ওদের ঝাঁকা।


আর কতকাল এমনি করে
পরের বোঝা বইবি ওরে।
নিজের ভালো, সবার ভালো,
দেশের ভালো চাইবি নারে?


৫ই আষাঢ়,১৪৩০,
ইং  ২১/০৬/২০২৩,
বুধবার দুপুর ১২:৩২। ২০৪৬, ২২/০৬/২০২৩