অনুপম লাবন্য ধারা বইছে ভুবনে,
মায়ের পায়ের পরশের মাটি-
দশভূজার পূজার নৈবেদ্য দানে।


ধন্য মাগো ধন্য তুমি ধন্য ত্রিভুবন,
তোমার পরশ ছাড়া ত্রিজগতে আছে কোনজন।
আমি, তুমি, আমরা, তোমরা,সবাই মায়ের সন্তান,
মায়ের স্নেহ, ভালবাসা ছাড়া আমরা অস্তায়মান।


আমরা যারা মাতৃহারা সমাজ পরিত্যক্ত,
পিতৃহারা, সমাজ ছাড়া হয় না তেমন ব্যক্ত।


বেশ্যাবৃত্তি মায়ের শক্তি,
               পুরুষ হেথায় যায়;
তারা বনে সাধু সমাজে,
            কেন পুরুষ বেশ্যা নয়?


মায়ের দোষ বড় দোষ, সন্তানের তা নয়
এই অবিচারের বিচারের- পাই বড় ভয়।


এ তো মৌলবাদি ভাবনা চিন্তা,
                 জগৎ ছেয়ে আছে;
কেমন করে থাকবে পুরুষ,
                আপন মায়ের কাছে?


অপূর্ব এই সৃষ্টির জগৎ,
          ক্রমে ক্রমে ধ্বংসের পথে ধায়;
সাধ্বী মায়ের সন্তানেরা-
         আর ভবিষ্যতে জন্মাবেনা ধরায়।


১১ই বৈশাখ,১৪২৪,
ইং ২৫/০৪/২০১৭,
মঙ্গলবার, রাত১১.৩০।