প্রকৃতির ওই মায়া ভরা রূপ
দেখেই বড় সুখ;
ঝর্ণা ধারা নামে পাহাড় থেকে
বুকের বরফ গলে।


আর চলতে থাকে এঁকেবেঁকে
চড়াই-উৎরাই পেরিয়ে;
তারপরে ওই সমতলে  নেমে
ধনধান্যে দেয় ভরে।


পরিশেষে এই  নদীরূপী মায়
সমুদ্রের পানে ধায়;
পাল তুলে ওই মাঝিরা সব
ভাটিয়ালি গান গায়।


উচ্ছ্বাসে উচ্ছ্বাসে চারিদিকে ভাসে
সোনালী ফসলে জনজীবন হাসে।


আর বাঁধনে বাঁধনে রুদ্ররূপ
নেয় করে সকল লুট;
সহয় অসহায় হয়;
নদী সমুদ্রের একি গর্জন
রোষে ক্ষোভে হয় বিসর্জন।
অন্তরে জাগে ভয়।


আর ওই  সহয় সম্বল
যায় ভেসে যায়;
শেষে মানুষ এসে দাঁড়ায়
এই ধ্বংসের কিনারায়।


৩রা আষাঢ়, ১৪২৯,
ইং ১৮/০৬/২০২২,
শনিবার বেলা ১০:১৬।  ১৭৪০, ১৫/০৭/২০২২।