পাওয়াটা অনিশ্চিত হেথা সবার জীবনে
দেওয়াটা নিজের হাতে নিশ্চিত মনে।
দিতে পারো উজার করে যদি মন চায়
থেকো না কভু তুমি পাওয়ার আশায়।


তোমার মত মন জগতে পাবে না কোথাও
এই মানুষে মানুষে পার্থক্য, পার্থক্য ব্যথাও।
আমি যে শত ব্যথা এই বুকে নিয়ে চলি
আর সে কথা প্রকাশ করি জনে জনে বলি।


অন্যের ব্যথা প্রাণে হয়তো আরও প্রখর
সে হয়তো নীরব থাকে আর আমি মুখর।
প্রকাশের নানা আঙ্গিক ওই ব্যক্তিবিশেষে
পায় প্রকাশ ধীরে ধীরে সবই অবশেষে।


আঁধারের পরে আলো জগতে ফোটে
না পাওয়া ব্যথিকের পরিশেষে জোটে।
ফুলেরা দিয়ে সুখী ওই সৌরভ, বাহার,
না পেয়েও- দিয়েই শুধু আনন্দ তাহার।


২৮ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ১২/০৬/২০২২,
রবিবার সকাল ৮:৪৫। ১৭৩০, ০৫/০৭/২০২২।