মাঘের শেষে ফাগুন আসে
বসন্তের জোয়ারে হৃদয় ভাসে।
প্রাণে প্রাণে প্রানের মিলন
নয়নে নয়নে রেখেছে নয়ন।
নতুন দিনে করেছে বপন
অন্তরে নিয়ে অনন্ত স্বপন।


ওই মুখাবয়ব উঠল চকমকি
প্রেমের আগুনে জ্বলে ধিকিধিকি।
ফাগুনের আগুনে সৃষ্ট প্রেম
কঠিন লোহার পরিণতি হেম।
সবুজে সবুজে ঢেকেছে ধরা
একই সুরে বাঁধা আজ তাঁরা।


ফাগুনের রাগিনী ভৈরব ভূপালী
বসন্তের জোয়ারে সুরে ভাসালি।
শাখে শাখে ডাকছে কোকিল
স্বচ্ছ সুন্দর নয় সে জটিল।
হৃদয়ের ডাকে দেখা সেই বাঁকে
দেখি পাখি ওড়ে ঝাঁকে ঝাঁকে।


প্রেমের দিনে জাগে মন গানে
একে অপরের হৃদয়ের  টানে।
প্রেমের সাগরে ভাসায়ে অপারে
পারে না বাঁধিতে তাই আপনারে।
ঐ ফাগুনের আগুন বুকে মেখে
দুলিছে দোলায় হাতে হাত রেখে।


১ লা ফাল্গুন, ১৪২৯,
ইং  ১৪/০২/২০২৩,
মঙ্গলবার সকাল ৬:১১। ১৯১৯, ১৫/০২/২০২৩।