দেহের ওই অন্তঃস্থলে
প্রাণের যে সাড়া মেলে
একান্তে বিশ্বাস করো তাকে;
বাইরের শত শব্দ
কান হয় তাতে জব্দ
তবু ভুল বুঝনা নিজের মাকে।

ওই বিশ্বাস অবিশ্বাস
দ্বন্দ্ব থাকে একরাশ
কঠিন, বড় কঠিন সিদ্ধান্ত নিতে;
সত্য মিথ্যা একই ঢঙে
দেখি হেথা নানান রঙে
সহজ নয় সেই  আসল সত্য পেতে।

ভুলের বোঝা বয়ে বয়ে
চলি আমরা সয়ে সয়ে
সেই সত্য মিথ্যা কোথায় শিখি;
মনের  এই পরিণতি
ঘটায় সেই নিয়তি
অবাক হয়ে শুধুই বলি এ কি!

১১ ই বৈশাখ, ১৪২৯,
ইং ২৫/০৪/২০২২,
সোমবার সকাল  ১০:৩৪। ১৬৬১, ২৬/০৪/২০২২।