পথিক তুমি ভুলে গেলে
          যে পথ দিয়ে হেঁটে এলে
          শুধুই কি সে অতীত বলে?
ছন্দ ভরা, হৃদয় হরা আপন করা দিনগুলো যে
       ডাকছে তোমায় আপন ভেবে
       কেবল ভালবেসেই নেবে বলে।


        পাওনা শুনতে সে ডাক তুমি?
         ওই গোপন প্রেমের' মর্মবাণী
             অশ্রু ঝড়ে বুকের পড়ে
          তোমায় কাছে পাবে বলে
          সেই বাসনা মিটবেনা তার
          বুঝবে কি তা-কোন কালে?
কঠিন বাঁধন বেঁধেছে তোমায় বর্তমানের শক্ত জালে।


               চেষ্টা তুমি যতই করো
          পারবেনা আর যেতে ছিঁড়ে
     ফেলে আসা স্মৃতি মাখা সেই সে ঘরে।।


              ২৪ শে  জ্যৈষ্ঠ, ১৪২৯,
              ইং ০৮/০৬/২০২২,
              বুধবার রাত ১২:৩২।
              ১৭১৯, ২৩/০৬/২০২২।