পথে থাকে পথের পথিক
সুনির্দিষ্ট নয় তাঁহার দিক,
         তবু জীবন পথে চলমান;
সুখে দুখে সমান ভাবে
আমরা যদি ভাবি তবে
      পারব বুঝতে জীবনের দান।


অনেক কিছু দিয়েছে জীবন
ভালো-মন্দ ওই সনাতন
         ভেবেছি কি, আমরা কখন?
সংকটের পর মহাসংকট এলে
হয়ে পড়ি আমরা  এলেবেলে
            চেতনা ফেরে শুধুই তখন।


মানুষ হয়ে মানুষের কথা
বুঝি নাই জীবনের ব্যথা
             ব্যক্তি স্বার্থে মেতে আছি;
নিজের গায়ে লাগলে আগুন
ভাবি না তো এলো ফাগুন
           কেমন করে আমরা বাঁচি?


পরের দুঃখে আনন্দ পাই
প্রমাণ দেয় ওই মত্ততাই
          পথিক তুমি কোথায় যাবে?
জীবন পথের ওই ঠিকানা
সত্যিই তাহা যায় কি জানা?
                জীবন শেষে কি পাবে?


পথিক তুমি পথেই রবে
মুক্তি কেউ পায়নি ভবে
                  এরই নাম জীবন বন্ধু;
ভাবতে পারলে শান্তি পাবে
জীবন পথে চলতেই হবে
           হতে হবে পার উত্তাল সিন্ধু।
                  


১৭ ই মাঘ, ১৫২৯,
ইং ০২/০২/২০২৩,
বৃহস্পতিবার বিকেল ৪:০৪। ১৯০৭, ০৩/০২/২০২৩।