পথ দেখাবে পথের দিশা,
        বেরিয়ে পর পথেই তবে;
সব আষ্টেপৃষ্ঠে বাঁধা বন্ধন,
        ছিঁড়ে ফেলতে হবেই হবে।


চুপটি করে থাকিস না আর,
        যতই বাঁধা আসুক নেমে;
নিজের জন্য, সবার তরে,
        পরানটা বাঁধ-আপন প্রেমে।


জন্ম থেকেই পর নির্ভর,
       তাতো মজ্জায় মিশেই আছে;
চোখ মেলে তাই দেখনা ওরে,
       কোথায় মিলবে পথের দিশে।  


যাঁরা ছিল চারি পাশে,
        তোরে আপন করে ঘিরে;
একে একে সবাই যাবে;
         তাঁরা ক্রমে ধীরে ধীরে।  


অথৈ জলে পড়ার আগে,
             ওঠরে এবার জেগে;
নিত্যদিনের কাজের মাঝে,
             ঐ চেতন-চিত্ত মেগে।  


৬ই শ্রাবন,১৪২৪,
ইং ২৩/০৭/২০১৭,
রবিবার, সকাল ৭টা।