পথকে তুমি ভুলতে পারো
পথ ভোলে না তোমায়;
গোল এই পৃথিবীর আকৃতি
তাই পুনঃ দেখা হয় ।


জন্মের পরে বৃদ্ধতে এসে
আবার শৈশবে যায় ফিরে;
আদি থেকে অন্তে গিয়ে
সেই আদিতেই আসে ঘুরে।


যেথায় শুরু তথায় শেষ
দেখি এটাই নিয়ম ধরার;
দুঃখের পরে সুখ আসে
যেন নতুন জীবন আবার।


কোন্ কান্নায় দুঃখ বেশি
আর কোন্ কান্নায় সুখ?
বন্ধুর কাছে প্রাণের কথা
হেথায় দেখি নানান মুখ।


১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ২৭/০৫/২০২৩,
শনিবার সকাল ১০:৩৪। ২০২২, ২৯/০৫/২০২৩।