জীবন তরী বাইবে বলে,
        হাল ধরেছে পরান মাঝি;
দুঃখের রাতে ছাড়বেনা হাল,
     মনের জোরে তাই তো রাজি।


ঝড় উঠলে ঐ সাগরে,
         জীবন তরী দুলবে ওরে;
শক্ত হাতে বাইবে তরী,
        পরাণ মাঝি আপন করে।


দিনের শেষে সাজ বেলাতে,
         আঁধার রাতে,
ভীষণ ঝড়ে হাল ভাঙ্গিলে,
          পাল ছিড়িলে,
          ডুববে তরী ঐ সাগরে।


ঐ তিমির রাতে কে আসিবে?
    হাত ধরিবে নিয়ে যাবে,
           সাজায়ে সেই ফুলের সাজি;
            ওরে আমার পরাণ মাঝি।


১৯শে শ্রাবণ, ১৪২৪,
ইং ০৫/০৮/২০১৭,
শনিবার, সকাল ৮ টা।