পরম সত্য এই জীবনে
               উঠবে সূর্য অস্ত যাবে;
আলো-আঁধারের এই খেলা
             এমন ভাবেই বেঁচে রবে।


ভালো-মন্দ, সত্য মিথ্যা,
                  জন্ম মৃত্যুর এই চলা;
নীল আকাশে ওই অনন্তে
     ভাসিয়ে রাখবে নিজের ভেলা।


জন্মের পরে থাকে না কেউ
                বসে ওই মায়ের কোলে;
এদিক থেকে ওদিক ছোটে
         প্রাণের দোলায় শুধুই দোলে।


ওই চলার পথ নির্দিষ্ট নয়
                 অবাক হয়ে তাই ভাবি;
কোথায় ছিলাম কোথায় এলাম
            ওরে জীবন কোথায় যাবি '?


এটাই সত্য এই জীবনে
         খেলতে খেলতে সন্ধ্যা হবে
জন্ম মৃত্যু সবার সাথে
          এমনি ভাবে খেলতে রবে।


৫ই শ্রাবণ, ১৪৩০,
ইং  ২২/০৭/২০২৩,
শনিবার সকাল ৬:৫৬। ২০৭৯, ১৮/২২৫, ২৪/০৭/২০২৩।