মায়েরা কাঁদে সন্তানরা কাঁদে
আর কাঁদে দেখো সর্বহারা;
ওই প্যালেস্তাইনের মানুষ কাঁদে
দুর্বৃত্তের আক্রমণ অসহায় আজ তাঁরা।
সকল চুক্তি ভেঙ্গেচুরে করছে আক্রমণ
মানুষ নয় যেন তারা ওই পশুর মতন।


হাজার হাজার শিশু প্রাণ হারালো
কি প্রয়োজন বাঁচিয়ে রাখা জগত সভার আসন;
তাঁদের মারতে যারা অর্থ দিলো অস্ত্র দিলো
তারা আছে পরে ব্যক্তি স্বার্থে ধনতন্ত্রের বসন।
বিশ্ব শান্তির জন্য তৈয়ারি ওই জগত সভা
কি হচ্ছে বলো চারিদিকে, কঠিন নয় ভাবা?


উপনিবেশিক শাসন চলছে বিশ্ব জগৎজুড়ে
মানুষ আজ দিশেহারা বাঁচবে কেমন করে?
ভাবতে গেলে গায়ের রক্ত শীতল হয় ওরে!
মৃত্যুর সেই হিমেল নিঃশ্বাস বইছে বুঝি ধীরে।
বাকী বিশ্ব নীরব কেন আজ স্বার্থপরের মত?
ওদের পরে আমরা ও মরবে ভাবছো কেন অত?


ধণতন্ত্রের এটাই রীতি চলে নানান দেশে
ধন, প্রাণ কেড়ে নেয় ওরা গায়ের জোরে;
আর কতকাল নীরব রবে অচেতনের বেশে
নাইরে ভাই শেষের দিন জীবন থেকে দূরে
এবার হতেই হবে সচেতন করোনা আর দেরি
শুনতে পাচ্ছ বাজছে ওই কঠিন যুদ্ধের ভেরী।


আজকে যারা নিশ্চুপ পরের বিপদ দেখে
সেই বিপদই আসলে নেমে তাঁদের ঘাড়ে
অভিজ্ঞতা ভুক্তভোগীরা সমাজ থেকে শেখে
অন্যের বিপদে তাঁরাও রইবে দাঁড়িয়ে  দূরে।
আপন বিপদ পরের বিপদ সব বিপদই সমান
নিজের বিপদে পাবে মানুষ বাঁচালে পরের মান।


২৭ শে কার্তিক,১৪৩০,
ইং ১৪/১১/২০২৩,
মঙ্গলবার বেলা ১১:০৬।২১৮৯, ১৯/২৩৯, ১৭/১১/২০২৩।