বাবার কথা মনে হলে
চোখ করে ছলো ছলো;
থাকতো বাবা আমায় ঘিরে
তাঁরে কেমনে ভুলি বলো?


কবে বাবা গেছে চলে
মনে হয় এইতো সেদিন;
আমিও আজ বৃদ্ধ হলাম
বুঝি এলো যাবার দিন।


বাবার মতো ভাবতাম আমি
বাবাই কে কোলে নিয়ে;
কালের গতি ছুটছে অতি
জানিনা থামবে কোথায় গিয়ে?


বড় হল বিয়ে করলো
নাতনি ঐশু এল কোলে;
স্বপ্ন দেখতাম কত ভাবতাম
ওই দোলনায় দুলে দুলে।


ডাক্তার মা-বাবার সন্তান
মানুষ হবে হেসে খেলে;
বাঁধ  সাধল বৈভব তার
মা গেল  ডিভোর্স নিয়ে চলে।


ছোট্ট শিশু কাঁদলো কত
বুঝলো না তার মা;
দাদাই দাদাই কত কাঁদলো
তবু পরান দুললো না।


পিতা হওয়ার ওই যন্ত্রণাটা
এখন খুব বুঝতে পারি;
পিতা হলে সন্তান হারা
যেন বেঁচেও আমরা মরি।


কোন রসায়ন এমন করে
সুখের  সংসার ভেঙে ফেলে;
মোহ মায়ায় জড়িয়ে নিয়ে
নিজে মরে, সন্তানকেও মারে।


৪ঠা আষাঢ়,  ১৪২৯,
ইং ১৯/০৬/২০২২,
রবিবার রাত ১০:২৫। ১৭৪৩, ১৮/০৭/২০২২।