সূর্য থেকে রৌদ্র পাচার
এই ধরার মাটির পরে;
মেঘ থেকে বৃষ্টি পাচার
জানি মাটি সরস করে।


মানুষ গরু ছাগল পাচার
থাকে সাথে অর্থ তাহার;
বিনা শ্রমে হয় মহারাজ
চৌদ্দপুরুষ বাঁচা মজার।


পাচার যখন আচার হয়
দেশ চলে যায় রসাতলে
অভাব অনটনে ভরে গেলে
দেশ সমাজে আগুন জ্বলে।


ওই উন্নয়নটা কেমনে হবে
দেশের অর্থ বাইরে গেলে?
কালো অর্থ সাদা করে
নেতা মন্ত্রী সবাই মিলে।


দেশের ভালো হয় না কভু
স্বার্থ ব্যক্তির মিত্র হলে;
দহন জালায় জ্বলে জ্বলে
সুখের আবাস যাবে গলে।


পাচার জ্বালা বুঝবে শেষে
নিজে যখন পাচার হবে
থাকবে না কেউ পাশে তার
পাচারকারী সবাই কবে।


৪ঠা ভাদ্র, ১৪২৯
ইং ২১/০৮/২০২২
রবিবার রাত ৮:০৯। ১৭৭৭, ২৩/০৮/২০২২।