ওরে-আমার সৃষ্টি ধারার কবি।
            চিত্ত রঞ্জন সরকার,


আমি জানতে চাই, বুঝতে চাই,
      অজানা এই জন্ম-মৃত্যুর খেলা;  
দাঁড়ায়ে এই সীমাহীন সাগর পাড়ে,
   ভাসাতে চাই আমার প্রাণের ভেলা।
  এই তো আমার মানব মনের খেলা।।


রাত পোহালে-দিন এলে যে,
             খেলি নানান খেলা;
আলোর ধারায় ভাসিয়ে নেয়,
              মুক্ত মনের ভেলা।


দিন ফুরালে সন্ধ্যা নামে,
      অস্তাচলে প্রভাত বেলার রবি;
সারাদিনের খেলা  ঘরে,
      আমরা সবাই এঁকে চলি ছবি।
    ওরে! আমার সৃষ্টি ধারার কবি।।


সৃষ্টি করে- মৃত্যু দিলে, খেলার ছলে,
         অন্ধকারে ডুবে গেল সবি;
ব্যথার ব্যথা মিললো হেথা,
শেষ হলো যে সকল কথা,
         এই তো জন্ম-মৃত্যুর ছবি।
      ওরে-আমার সৃষ্টি ধারার কবি।।


১৫ই আষাড়,১৪২৪,
ইং ৩০/০৬/২০১৭,
শুক্রবার, বেলা ৩টা।