বিদায় বেলার সেই ক্ষনে,
কিছুই থাকিবেনা মনে,
           শুধু পড়ে রবে হাহাকার;
জীবন যৌবন, ভালবাসা,
ধরণীর পরে তাই তো আসা,
           এই তো সম্পদ আপনার।


মৃত্যুর পরে কে কোথা যাবে,
জীবন থাকিতে সে কথা ভাবে,
          তারপর ভাবনার সবই শেষ;
আকুলি বিকুলি যতই ভাবি
শূন্যতে মিশে যাবে যে সবই,
       মৃত্যুর পরে থাকিবেনা কোন রেশ।


যারা পড়ে রবে ধরনীর পরে,
        সিক্ত হবে স্মরিয়া আঁখির তারা;
ব্যথিত হৃদয়ে তাকায়ে শূন্যে,
     ভাবিবে তোমারে, তোমার আপনেরা।


যতদিন তুমি ছিলে কাছাকাছি,
রেখেছে বাঁধিয়া ভালবাসাবাসি,
        সোহাগ জড়ায়ে হাতে হাত রাখি;
মৃত্যুর পরে ক্ষনিকের তরে-
আর- রাখিবেনা ঘরে ধরে,
        ওগো সোনার শিকলে বাঁধা পাখী।
কোথা যাবে-এমন সোনার দেহ রাখি?


২০শে আষাড়,১৪২৪
ইং ০৫/০৭/২০১৭,