বাংলা আর বাঙ্গালীর শত্রু
আজ হাসছে দূরে বসে;
পরিকল্পনা তাদের সার্থক হল
গোপন ভাবনার শেষে।


বাঙালি বিদ্বেষীরা ভাগ করল
সুজলা সুফলা বঙ্গভূমি
তাহার ফল ভুগছি আজও 
ওই আমি আর তুমি।


যেই বাঙালির ভাবনা ছিল
সম্মানে এই বিশ্বজোড়া;
সেই বাঙালি আজ কোথায়?
দৌড়ে পশ্চাতের ঘোড়া।


বাঙালি যা ভাবতো আজকে
বিশ্ব ভাবত দুদিন পরে;
সেই বাঙালিকে ধ্বংস করল
কুচক্রীরা কৌশল করে।


হিংসা দেশে টুকরো হলো
সেই বাঙালি আজ;
পয়সার লোভ ক্ষমতার লোভ
হয় না, তাঁদের লাজ।


দেখ রক্ত ঝরে ওই নির্বাচনে
মায়ের কোল খালি;
বোমা বন্দুক পিস্তল নিয়ে
ওই ঘুরছে বনমালী।


তাহার ইচ্ছায় মৃত্যু লেখা
কে খন্ডাবে আর?
আর বুদ্ধিজীবী নেতা নেত্রী
যোগায় অক্সিজেন তার।


জনগনতন্ত্র আর সমাজসেবা
ছিল সেবার মূলধন;
সেই সাধনা ব্যক্তি স্বার্থে
হারালো আজ প্রাণ।


দেখে শুনে ওরে এই বাঙালি
থাকবে কি চুপ করে?
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি শুধু
আগুন লাগলে ঘরে?


ঘুমিয়ে আর থেকো না বন্ধু
এবার জাগো সবাই;
যেই বাঙালিরা শত্রুর পক্ষে
এবার তাদের তাড়াই।


ফিরিয়ে দেবো বাঙালির সম্মান
হারিয়ে ফেলেছে যাহা;
তবেই হবো বাংলামায়ের সন্তান
করো না ভুল তাহা!


২১শে আষাঢ়, ১৪৩০,
ইং  ০৭/০৭/২০২৩,
শুক্রবার রাত ১২:০১। ২০৬১, ০৭/০৭/২০২৩।